chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে দুজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুজন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ৪১৭ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৩৩১ জনের।

রবিবার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় শূন্য দশমিক এক শতাংশ। নতুন শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজন নগরীর ও অন্যজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর