হলে দর্শক ফিরিয়েছে ‘মিশন এক্সট্রিম’
ডেস্ক নিউজ: শুক্রবার (৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। এই সিনেমাটি হলে দর্শক ফিরিয়েছে বলে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২ ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো৷ সেখানে সিনেমাটি দেখার পর এর গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন আগত অতিথিরা। অনেকে মনে করছেন, ঢাকাই সিনেমার এই ক্রান্তিলগ্নে সাফল্যের সুবাতাস বয়ে আনবে ‘মিশন এক্সট্রিম’।
সিনেমায় অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমানসহ অনেকে
সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সানী সানোয়ার নিজেই।
নচ/চখ