ফান্স থেকে যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টার কিনছে আমিরাত
চট্টলা ডেস্ক: ফ্রান্সের কাছ থেকে ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কিনছে সংযুক্ত আরব আমিরাত। এ লক্ষ্যে ১৯ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশ দুটি।
জানা যায়, উপসাগরীয় অঞ্চলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের দু’দিনের সফরকালে স্বাক্ষরিত হলো এ চুক্তি। শুক্রবার (৩ ডিসেম্বর) সাক্ষাৎ করেন আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ও ম্যাকরন।
এ সময় দুই দেশের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যেই এ চুক্তি বলে জানান তারা। এতে ১২টি সামরিক হেলিকপ্টার কেনার বিষয়ও উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, আগে থেকেই সুসম্পর্ক রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্সের। আমিরাতে ৩টি সামরিক ঘাঁটিও রয়েছে ফ্রান্সের। এই চুক্তির মাধ্যমে ফ্রান্স ও আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে।
এমকে/চখ