chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেগম জিয়ার মুক্তির দাবিতে মায়া কান্না করছে বিএনপি

চট্টলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রোড-শোর উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আইনিভাবে বিএনপি ব্যর্থ হয়ে এখন বেগম জিয়ার মুক্তির দাবিতে মায়া কান্না করছে।

তিনি বলেন, খালেদা জিয়ার পছন্দ করা হাসপাতালেই চিকিৎসা চলছে। তারা বিদেশ থেকে যদি চিকিৎসক আনতে চান সে ব্যাপারেও সরকারের কোনো আপত্তি নেই। সরকারই খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে চিকিৎসা করার অনুমতি দিয়েছে। তিনি সে সুযোগ নিয়েছেনও বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর