আনোয়ারায় প্রাইভেট কারে মিলল ৩০ হাজার ইয়াবা, আটক ৫
নিজস্ব প্রতিবেদক : আনোয়ারায় অভিযান চালিয়ে প্রাইভেট কারের চাকার ভেতর করে ৩০ হাজার পিস ইয়াবা পাচারের সময় ৫ জনকে আটক করেছে পুলিশ।আজ শনিবার বেলা ১২ টার দিকে চট্টগ্রামের আনোয়ারা কালাবিবির দিঘির মোড়ে এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- কক্সবাজারের টেকনাফ বেলপাড়া এলাকার আব্দুল মজিদ (২৫), মো. সাইফুল (২৪), রুমা আক্তার (১৯), ঝুমা আকতার (২২) ও খাদিজা (৫০)।
গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশের একটি দল উপজেলার কালাবিবির দিঘির মোড়ে অবস্থান নেয়। বেলা ১২ টার দিকে ঢাকামেট্রো-গ-২৮- ৬৩৬৫ নাম্বারের একটি প্রাইভেট কারকে থামানো সংকেত দেয় পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে অতিরিক্ত চাকার ভেতরে পলিথিনে মোড়ানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ইয়াবাগুলো পাচার করছিলেন মূলত আবদুল মজিদ ও সাইফুল।সন্দেহ এড়াতে ওই তিন নারীকে টেকনাফ থেকে ‘ভাড়া’ করে নিয়েছেন তারা।
আনোয়ারা সার্কেলের এএসপি হুমায়ুন কবির বলেন, থানায় নিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। নারীরা ঘটনার সঙ্গে কতটুকু জড়িত তা জেনে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এসএএস/জেএইচ/চখ