chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় শনাক্ত-মৃত্যু শূন্য চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে কেউ ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্তও হননি।

এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত হযেছে এক লাখ দুই হাজার ৪১৫ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৩৩১ জন।

শনিবার (০৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৪৭, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৮, শেভরন হাসপাতাল ল্যাবে ৪০১, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২০, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬৮, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৮ এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনে নমুনা পরীক্ষা করা হয়।

সবমিলিয়ে মোট এক হাজার ২০৮ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর