chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবির শাটলে কাটা পড়ে মহিলার দু পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বটতলী রেলস্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অভিমুখী শাটল ট্রেনে কাটা পড়ে এক মহিলা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ওই মহিলার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার দুপুর তিনটার দিকে ষোলশহর রেল স্টেশনের পরে তালতলা নামক জায়গায় এই ঘটনা ঘটে।

আহত ওই মহিলার নাম আফিয়া খাতুন। তার বাড়ি সুনামগঞ্জ। তার স্বামী পেশায় একজন রিকশা চালক।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে(চমেক) পঠানো হয়।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, এক মহিলা রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে। এতে উনার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। অই মহিলার বাড়ি সুনামগঞ্জ, থাকতো নগরীরর আতুরার ডিপুতে। তালতলায় আত্মীর বাড়িতে বেড়াতে এসেছিল। তালতলা থেকে যাওয়ার পথে এই দূর্ঘটনার শিকার হন। তাকে চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর