chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিনলেতে ব্র্যান্ড শপ ‘ওমেন্স ফেয়ার’ উদ্বোধন

ডেস্ক নিউজ: নগরের অভিজাত শপিংমল ফিনলে স্কয়ারে দেশি-বিদেশি লেডিস পোশাকের বড় আয়োজন নিয়ে ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপ উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নায়ন কর্তৃপক্ষের বোড সদস্য কে বি এম শাহজাহান।

তিনি বলেন, ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপ উদ্বোধনের মধ্য দিয়ে ফিনলে স্কয়ার আরও সমৃদ্ধ হয়েছে। এছাড়া তিনি এ সময় তিনি ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপের সাফল্য কামনা করেন।

ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপের কর্ণধার হেলাল শিকদারে সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ব্যরিস্টার শওকত, মা ও শিশু হাসপাতালের বিভাগীয় প্রধান মোজাম্মেল হক শরীফি, সিএমপির ডিআইডি মোসলেম উদ্দিন, সিএমপির এডিশনাল এসপি রইস উদ্দীন, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ, সানমার ওশান সিটির সভাপতি আছাদ ইফতেখার, ফিনলে স্কয়ার শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল খালেদ, কর্নফূরী উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান বানাজা বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর