গ্রামের দোকানে বসে সঙ্গে চা খেলেন ভূমিমন্ত্রী
চট্টলা ডেস্ক : গ্রামের ভাঙাচোরা চায়ের দোকানে বসে চা খেলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চা খাওয়ার সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের চিত্র এটি।
ছবিতে দেখা যায়, পুরনো কাঠের টেবিল-চেয়ার। সেই টেবিলের ওপর প্লাস্টিকের জগ, স্টিলের গ্লাস। পরিবেশটাও বেশি সুন্দর না। এমন একটি পরিবেশে বসে চা খেলেন এই মন্ত্রী। এ সময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনেন। এ সময় সাধারণ মানুষের মুখে ছিল অসাধারণ হাসি।
বৃহস্পতিবার সকালে মন্ত্রী এসে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করেন। এরপর গ্রামের চায়ের দোকানটিতে বসে চা পান করেন।
মন্ত্রীর প্রটোকলে থাকা আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহকারী কমিশনার (ভূমি) চায়ের দোকানে বসে চা পানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এসএএস/নচ