chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রকাশিত হলো শহীদের জলের ভেতর

চট্টলার ডেস্ক : জনপ্রিয় এক জীবন গানের শিল্পী, দূরবীন ব্যান্ডের ভোকালিস্ট সৈয়দ শহীদ। অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। এবার নতুন ও ভিন্ন আঙ্গিকের এক গান নিয়ে হাজির হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অনলাইন মাধ্যম ইউটিউবে প্রকাশিত হয়েছে জলের ভেতর শিরোনামে রোমান্টিক ধাঁচের গানের মিউজিক ভিডিও। ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন। ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা।

পুবাইলের বিলবিলির অসাধারণ লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে পারফর্ম করেছেন শিল্পী নিজেই। এর সাথে কো-আর্টিস্ট হিসাবে রয়েছেন মডেল শ্রাবন্তী সেলিনা।
গানটি নিয়ে কথা হলে চট্টগ্রামের কৃতি সন্তান শহীদ জানান, প্রায় চার থেকে পাঁচ মাস আগে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গানের মিউজিক ভিডিওর কাজ করা হয়েছে। গানের সাথে সঙ্গতি রেখে পুবাইলের বিলবিলির অসাধারণ লোকেশনে গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে। সুন্দর লিরিক্স এবং লোকেশনে চিত্রায়িত জলের ভেতর গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে শহীদ আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, চলতি মাসের ৪ ডিসেম্বর দূরবীনের ১৭ বছর পূর্তি উপলক্ষে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছেন শহীদসহ ব্যান্ডের সদস্যরা। এর মধ্যে নতুন গানও প্রকাশ হবে। ১৭ বছর পূর্তি উপলক্ষে আপাতত দূরবীন ব্যান্ডের কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এর আগেই শ্রোতাদের সামনে তিনি হাজির হলেন জলের ভেতর শিরোনামে ভিন্ন আঙ্গিকের রোমান্টিক গানটির মিউজিক ভিডিও নিয়ে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর