ভারতে পৌঁছেছে ওমিক্রন, আক্রান্ত ২
ডেস্ক নিউজ: ভারতেও পৌঁছেছে রোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশটিতে দুই নাগরিকের শরীরে ওমিক্রনের উপস্থিতি
পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) একথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,
এক ব্যক্তির বয়স ৬৬ এবং অপরজনের বয়স ৪৬। অকারণে কাউকে ভয় না করার আর্জিও জানিয়েছে তারা। দেশের
সীমানার মধ্যে করোনার এই নতুন ধরনের প্রথম শনাক্ত করা হল।
বিশ্বব্যাপী এ ধরন নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আক্রান্ত দুজনই পুরুষ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাদের গোপনীয়তা
রক্ষার জন্য তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হবে না। দুই রোগীর সংস্পর্শে যারা এসেছে তাদের সবাইকে সনাক্ত
করা হয়েছে। তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
নচ/চখ