chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৬৩ তে পা দিলেন সুবর্ণা মুস্তাফা

ডেস্ক নিউজ: আজ ২ ডিসেম্বর, ১৯৫৯ সালে এই দিনে জন্মগ্রহণ করেন একুশে পদক বিজয়ী সুবর্ণা মুস্তাফা। আজ ৬৩ তে পা দিলেন গুনী এ অভিনেত্রী।

তিনি প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে। তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। তিনি পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ে।

অভিনয়ের শুরুতে মঞ্চে কাজ করলেও আশির দশকে টিভিতে অভিষেক ঘটে তার। মঞ্চ ও টিভি- দুই মাধ্যমেই জনপ্রিয়তা পান সুবর্ণা। তবে আলোচনায় আসেন ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে।

সিনেমা –নাটক- মঞ্চ; সবখানে সুবর্ণা দাপিয়ে বেড়িয়েছেন সমান তালে। নয়নের আলো, নতুন বউ, পালাবি কোথায় সিনেমায় সুবর্ণার অভিনয় হাল আমলের দর্শকেরও প্রিয়।

নাটকে সুবর্ণার অভিনয় এখনো অপ্রতিদন্দী। পারলে না রুমকী, কোথাও কেউ নেই, আজ রবিবারসহ অসংখ্য কালজয়ী নাটকের অভিনেত্রী তিনি।

এসেছেন রাজনীতিতেও। সবশেষ ঢাকা-২২ সংরক্ষিত আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের, মনোনয়ন নিয়ে হয়েছেন সংসদ সদস্য।

নচ/চখ

এই বিভাগের আরও খবর