chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পতেঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কাঠগড় এলাকার হাসেম ভিলায় এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ রাকিব (১৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার ইমদাদুল হকের ছেলে।

বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পতেঙ্গা থানা পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
রাকিব হাসেম ভবনের নিরাপত্তাকর্মীর দায়িত্বে ছিলেন। কিন্তু বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিবকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর