chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানের এক মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাউজানে একটি সেমিপাকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

বুধবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, রাতে পথেরহাট বাজারে আগুন লাগার খবর পেয়ে রাউজান ও কালুরঘাট ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সোয়া একঘণ্টার চেষ্টায় রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর