chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সাতজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময় কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন, ডা. ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে অ্যান্টজেন টেস্টসহ ১২টি ল্যাবে এক হাজার ৫১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে সাতজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৬ শতাংশ।
নতুন শনাক্তদের মধ্যে ৩ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪০৯ জন। এর মধ্যে নগর এলাকায় ৭৪ হাজার ৯৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন নগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর