chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যান্ত্রিক ত্রুটি নিয়ে শাহ আমানতে জরুরি বিমান অবতরণ

নিজস্ব প্রতিবেদক:যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমাববন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বিমানটি অবতরণ করে বলে জানা গেছে।

শাহ আমানত বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের আ্যাসিসটেন্ট ম্যানেজার মো. ওমর ফারুক চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে কিছুটা সমস্যা হয়েছিল। পরে নিরাপদে বিমানটি রানওয়েতে অবতরণ করে।

জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার আটকে যায়। তিনবার চেষ্টা করেও রানওয়েতে নামতে পারেনি পাইলট। চতুর্থবার বিমানটি রানওয়েতে অবতরণ করে। ওই ফ্লাইটে ৪৬ জন যাত্রী ছিল।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর