chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সর্বকালে সর্বক্ষেত্রে অগ্রণী। বৃটিশ বিরোধী খেলাফত ও অসহযোগ আন্দোলনে চট্টগ্রামের প্রশংসনীয় ভূমিকা দেখে মহাত্মা গান্ধি বলেছিলেন “চিটাগাং টু দি ফোর” অর্থাৎ চট্টগ্রাম সবার আগে। মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম বিদ্রোহ, স্বৈরাচার আইয়ুবের সামরিক আইন অমান্যের নজির স্থাপন করেছিলেন চট্টগ্রামের ছাত্র সমাজ।

অন্যদিকে বঙ্গবন্ধু’র ছয় দফা প্রথম আনুষ্ঠানিক ঘোষণা চট্টগ্রাম থেকে এমনকি মহান মুক্তিযুদ্ধের প্রথম ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে মরহুম এম এ হান্নান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন। শুধু তাই নয় জননেতা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম থেকে প্রথম বিজয় মেলার সূচনা হয়। পরবর্তীতে এ বিজয় মেলা দেশের প্রত্যেক জেলা ও শহরে অনুষ্ঠিত হয়। আজ সারা বাংলাদেশে নতুন প্রজন্মের কাছে এই মেলা অনুপ্রেরনা ও উৎসব হয়ে উঠছে।
তিনি আজ বুধবার বিকেলে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বদিউল আলম, অমল মিত্র, মহিউদ্দিন রাশেদ, পান্টু লাল সাহা, এনামুল হক, আওয়ামী লীগ নেতা এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, সৈয়দ মাহমুদুল হক, চসিক সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, আঞ্জুমান আরা প্রমুখ।
মেয়র আরো বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিষ্ঠা ও দূরদর্শিতার কারণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক পরিম-লে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তাঁর নেতৃত্বের কারণেই মহামারি করোনা মোকাবেলা করতেও আমরা সক্ষম হয়েছি। তিনি করোনার নতুন ভাইরাস ওমিক্রন সম্পর্কে সর্তক থেকে সরকারের বিধিবিধান অনুসরন করে সকলের প্রতি মেলায় অংশ গ্রহণ করার আহ্বন জানান। পরে তিনি বেলুন উড়িয়ে পণ্য মেলার উদ্বোদন করেন ও স্টল পরিদর্শণ করেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর