chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিকের গাড়ির ধাক্কায় পথচারী আহত

নিজস্ব প্রতিবেদক: রাস্তা পার হওয়ার পথে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গাড়ির ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে আড়াইটার দিকে নগরের দেওয়ানহাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী জানায়, সিটি করেপোরেশনের জরুরি সড়ক বাতির কাজে নিয়োজিত গাড়িটির (চট্টমেট্টো শ ১১-০০৬৬) দেওয়ানহাট হয়ে আগ্রাবাদ যাচ্ছিল। ওই সময় গাড়িটি পথচারীকে ধাক্কা দিয়ে তার ডান পা পিষ্ট করে। কয়েকজন শিক্ষার্থী বিষয়টি দেখতে পেয়ে গাড়িটি আটকে দেয়। পরে গাড়ির চালক নেজাম উদ্দীন সিএনজি অটোরিকশা করে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে চসিকের গাড়িটি পুলিশের হেফাজতে নিয়েছে।

দেওয়ানহাট এলাকায় দায়িত্ব পালন করা পুলিশের সার্জেন্ট মো. জাবেদ চট্টলার খবরকে বলেন, কিছু মানুষের জটলা দেখে আমরা এগিয়ে আসি। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। সিটি করপোরেশনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হচ্ছে।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর