chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও চারজন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ।

বুধবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৭২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৪ জনের। শনাক্তদের মধ্যে ২ জন নগরীর ও ২ জন হাটহাজারী ও সীতাকুণ্ডের বাসিন্দা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২ জন ও ইপিক হেলথ কেয়ারে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৯০ জন। বাকি ২৮ হাজার ৩১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরীর, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর