chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার চট্টগ্রামেও হাফ পাসের দাবিতে সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের গণপরিবহনে অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ ও জামালখানে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিক্ষোভ এখনো চলমান। 

এসময় ঢাকার মতো চট্টগ্রামের গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের। তারা স্লোগানে স্লোগানে বলেন, ‘রাস্তায় যদি চলে বাস, দিতে হবে হাফ পাস’। চট্টগ্রামে হাফ পাস, ট্রেনে-বাসে হাফ পাস, ঢাকায় হাফ পাস, সারাদেশে হাফ পাস, উই ওয়ান্ট জাস্টিস  এভাবে নানা রকম স্লোগান দিতে থাকে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকার মতো চট্টগ্রামসহ সারাদেশে হাফ পাসের দাবিতে তারা পথে নেমেছেন। সড়কে একের পর এক শিক্ষার্থীর মৃত্যু হচ্ছে। এর প্রতিকার চান তাঁরা। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, সেই দাবি তাদের।

আন্দোলনে এক স্কুল শিক্ষার্থী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তুলনায় গাড়িভাড়া বেড়েছে বেশি। তাদের যাতায়াতের ভাড়াও বেড়ে গেছে। এখন অর্ধেক ভাড়া দিতে চাইলে চালক ও তার সহকারীরা অসদাচরণ করেন। কখনো হুমকিও দেন। ঢাকায় আজ থেকে সকল বাসে হাফ পাস নিচ্ছে কিন্তু চট্টগ্রামসহ সারাদেশে কেনো দিবেনা এটার প্রতিবাদে তারা আন্দোলন করছেন। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবির প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মো.মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা তাদের আন্দোলন করতে বাধা দিচ্ছি না। শিক্ষার্থীরা তাদের দাবিনামা নিয়ে আন্দোলন করছে এটা তাদের অধিকার। আমিও পুলিশ ফোর্স দিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর