chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে বাইক থেকে ছিটকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নগরীর চকবাজারে বাইক থেকে ছিটকে পড়ে বাইক আরোহী মো. বারেক (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে।হেলমেট না থাকায় মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

আজ (বুধবার) সকাল ৯টার দিকে সিরাজদৌল্লাহ রোডের চট্টগ্রাম কলেজ হোস্টেল পূর্বগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বারেক নগরীর বাকলিয়ার প্রিমিয়ার স্কুলের ছাত্র বলে জানা গেছে। তিনি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মাহবুব আলমের ছেলে। নগরীর কে.বি আমান আলী রোডের আতুড়ার দোকান এলাকায় সানোয়ারা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন।

চকবাজার থানার এসআই দীপন পাল চট্টলার খবরকে বলেন, সকালে মাকে থেরাপী দিতে হাসপাতালে নিয়ে যায় বারেক। মাকে বাসায় দিয়ে এসে বাইক নিয়ে যাচ্ছিল সে। সিরাজুদ্দৌলা রোডের কলেজ হোস্টেল এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় বারেক। মাথায় হেলমেট না থাকায় তার অতিরিক্ষ রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ চমেক মর্গে প্রেরণ করা হয়েছে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর