chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিমের মাচায় ফুলের শোভা, কৃষকের মুখে হাসির আভা

এম ফয়সাল এলাহী: বেগুনি রঙের ফুলের শোভায় ভরে উঠেছে খেতের চারপাশ। সড়কের পাশে, খেত কিংবা খেতের আইল, সব জায়গায় শিম আর শিম। আর শ্রমের নায্যমূল্য পাওয়াতে কৃষকের মুখে দেখা মিলছে হাসির আভা।

বর্তমানে আবহাওয়া অনুকূল থাকায় শীত জেঁকে বসার আগেই খেত থেকে শিম তুলে বাজারে বিক্রি করছেন চাষিরা। বিক্রি হওয়া এসব শিম চলে পাইকার ব্যবসায়ীদের হাত ঘুরে আসছে নগরীর বিভিন্ন বাজারে। পাইকারিতে ৭০ থেকে ৮০ টাকায় কেনা এসব শিম খুচরা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

কর্ণফুলীর চরলক্ষ্যার কৃষক রুবেল চট্টলার খবরকে বলেন, শীতকালীন সবজির মধ্যে শিম অন্যতম। তাই আমি পাঁচ মাস আগে আধা কানি জমিতে দেশিয় শিমের চাষ করেছি। চাষ হওয়া জমিতে ২০০ কেজি শিমের ফলন পাওয়ার আশা করছি। তবে শীতের মৌসুম যত বাড়বে, ততই শিমের দাম কমে আসার কথা জানিয়েছেন এই কৃষক।

কৃষি বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বলছেন, কম খরচে শিম চাষ করে অধিক লাভ হওয়াতে দিন দিন এ সবজি আবাদে আগ্রহ দেখাচ্ছেন চাষিরা।

এমএফএ/এমকে/চখ

এই বিভাগের আরও খবর