chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাফ ভাড়া প্রত্যাখান, বুধবার দেশব্যাপী বিক্ষোভ

চট্টলা ডেস্ক: শুধু রাজধানীতে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীর বিআরটিএ ভবনের চেয়ারম্যানের রুম থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুরে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিআরটিএ চেয়ারম্যানের নূর মোহাম্মদ মজুমদারের সাথে দেখা করে নয় দফা দাবিগুলোর বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে বেরিয়ে ইনজামুল হক সাংবাদিকদের বলেন, তবে আশানুরূপ কোনো আলোচনা হয়নি। দাবি পূরণের বিষয়ে তেমন আশ্বাস মেলেনি। কাল সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর