chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হঠাৎ ভেঙে পড়লো বিএনপির সমাবেশ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নগরীর বাকলিয়া কালামিয়া বাজারস্থ কেবি কনভেনশন হলে বিএনপির সমাবেশের মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় মঞ্চে থাকা বিএনপির নেতারা কেউ হতাহত হননি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়ে। এসময় মঞ্চে ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।

এ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর