chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে একজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা হলো এক লাখ দুই হাজার ৩৯৮ জন। এর মধ্যে এক হাজার ৩৩১ জন মারা গেছেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তি সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর