chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জ্যোতি ফোরামের ‘ফাতেহা-এ-ইয়াজদাহুম’ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: মাইজভান্ডারী আদর্শবাহী সংগঠন জ্যোতি ফোরামের ‘ ফাতেহা-এ-ইয়াজদাহুম’ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার(২৮ নভেম্বর) নগরের মুরাদপুর আপন গার্ডেন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যোতি ফোরামের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক, জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী।

প্রচার সম্পাদক মাসুদুল করিম মুরাদের সঞ্চালনায় পবিত্র কোরান তেলওয়াত করেন সদস্য আরিফুর রহমান এবং মাইজভান্ডারী সংগীত পরিবেশন করেন হুমায়ুন রশীদ ফয়সাল। স্বাগত বক্তব্য প্রদান করেন উপদেষ্টা ওমর ফারুক। এরপর বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম এমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাতকানিয়া জাফর আহমদ কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আবু মোহাম্মদ, মুহাম্মদ নুরুল আনোয়ার, এস এম এমরান, আবু সাহাদাত মুহাম্মদ সায়েম সুমন, মুহাম্মদ কামাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টা সাইফুল ইসলাম, বাবু সেন, সাংবাদিক রফিকুল ইসলাম, সাইফুদ্দীন চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর