chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএনপির সমাবেশের ভেন্যু বদল

নিজস্ব প্রতিবেদক: সিআরবিতে বিভাগীয় সমাবেশের অনুমতি চেয়ে দিনভর তোরজোড় চললেও শেষমেষ বাকলিয়ার থানার কালামিয়া বাজার সংলগ্ন কেবি কনভেনশন হল মাঠে অনুমতি মিলেছে বিএনপির।

চট্টলার খবরকে এমন তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী ।

তিনি জানান, মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর দুইটায় অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মি. ইদ্রিস বলেন, প্রথমে সিআরবিতে সমাবেশের অনুমতি দিলেও সেটি বাতিল করা হয়েছিল। পরবর্তীতে সিএমপি কমিশনার বাকলিয়া থানায় কালামিয়ার বাজার সংলগ্ন মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে।

এ বিষয়ে বাকলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, সমাবেশের অনুমতির বিষয়ে সিএমপি কমিশনার সম্মতি দিয়েছেন শুনেছি। আমাদের কাছে নির্দেশনা আসলে সে অনুযায়ী কাজ করতে পারব।

উল্লেখ্য, সিআরবিতে সমাবেশের অনুমতি দিয়েছে সিএমপি, এমন তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নাকচ করে দেয়া হয়েছিল।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর