chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খালেদা জিয়ার বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা

সাংবাদিক নেতাদের মানববন্ধন

চট্টলার খবর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক নেতাদের একাংশ। সোমবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘আমরা আদালতের প্রসঙ্গ আনতাম না। যদি না আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে আইনের বিষয় আনা হতো। যেহেতু দেশে অনেক নজির রয়েছে, তাই খালেদা জিয়ার বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করে পদক্ষেপ নিতে হবে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যেতে না দিলে তাঁর কিছু হলে সেই দায় বর্তমান সরকারকে নিতে হবে।
তারা আরো বলেন, আমরা বারবার খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি পালন করছি। কিন্তু আমাদের দাবি কর্ণপাত করা হচ্ছে না। বিনা চিকিৎসায় খালেদা জিয়া দিনে দিনে ভীষণ অসুস্থ হয়ে পড়ছেন। আমরা চাই কালবিলম্ব না করে দ্রুত বিদেশে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন, ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর