সীতাকুণ্ডে ভূমি সেবায় এসিল্যান্ডের নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ড উপজেলার মানুষের দৌড়গোড়ায় ভূমি সেবা পৌছে দিতে এবং সাধারণ সেবা প্রার্থীদের সেবাপ্রাপ্তি সহজ করতে এসিল্যান্ডের নতুন উদ্যোগ ।
সোমবার থেকে শতভাগ হয়রানি মুক্ত সেবা প্রদানের লক্ষ্য নিয়ে অফিস রুমের বাইরে খোলা মাঠে বসে সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম অফিস করা শুরু করেছেন।
এ ব্যাপারে তিনি বলেন, সেবা প্রার্থীরা প্রথমেই আমার নিকট আসেন এবং তাদের সমস্যা শুনে সমাধানের জন্য বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পাঠানো হয়।ভূমি অফিসের কর্মকর্তা,কর্মচারীরা তাদের উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী প্রত্যেক সেবাপ্রার্থীর সেবা নিশ্চিত করবেন। মানুষ যাতে সরাসরি তাদের এসিল্যান্ডকে তাদের সমস্যার কথা বলতে পারে এই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এমন উদ্যোগ গ্রহণ করেছি ।
ডিসি স্যারের সার্বিক নির্দেশনায় পরিচালিত এমন উদ্যোগ যেন অব্যাহত রাখতে পারি সেই চেষ্টা করবো ।
এসএএস/নচ