chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুর্ঘটনায় আহত শেন ওয়ার্ন

খেলা ডেস্ক: অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে অজি কিংবদন্তির বড় ধরনের কোনো আঘাত লাগেনি বলে জানা গেছে।

নিজের ছেলে জ্যাকসনকে নিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন শেন ওয়ার্ন। যাওয়ার পথেই দুর্ঘটনায় পতিত হন তিনি। বাইক থেকে ছিটকে প্রায় ১৫ মিটার দূরে গিয়ে পড়েন অজি কিংবদন্তি। তার ছেলেও ছিটকে যায়।

৫২ বছর বয়সী শেন ওয়ার্ন নিজেই হাসপাতালে গিয়ে ভর্তি হন। কারণ, তিনি ভয় পাচ্ছিলেন দুর্ঘটনায় হয়তো তার পা ভেঙে গেছে কিংবা হিপ জয়েন্টে আঘাত লেগেছে।

বড় রকমের দুর্ঘটনা এড়াতে সক্ষম হলেও ওয়ার্ন পরের দিন শরীরে প্রবল যন্ত্রণা অনুভব করেন। সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী নিউজ কর্পকে ওয়ার্ন ঘটনার পরে জানান, ‘আমার হাত-পা কিছুটা ছিড়ে গেছে এবং বেশ ব্যাথা রয়েছে শরীরে।’

আসন্ন অ্যাসেজ সিরিজে ওয়ার্নের ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে। ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অ্যাসেজ সিরিজ। এর মধ্যেই স্পিন জাদুকর সম্পূর্ণ সুস্থ হয়ে ধারাভাষ্য দিতে পারবেন বলে আশাবাদী তিনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর