chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারী-রাঙ্গুনিয়ায় জয় পেলেন যারা

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপে চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়ার ২৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারীতে আওয়ামী লীগের ৭ জন, স্বতন্ত্র ৬ চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ ৩টিতে এবং বিদ্রোহী প্রার্থী দুটিতে জয়ী হয়েছেন।

রবিবার (২৮ নভেম্বর) কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

হাটহাজারীতে আওয়ামী লীগের ৭ জন ও স্বতন্ত্র ৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে একজন বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে পুরাতন ৫ জন ও নতুন ৮ জন চেয়ারম্যান নির্বাচিত হন।

আওয়ামী লীগের বিজয়ীরা হলেন মির্জাপুরে আকতার হোসেন খাঁন সুমন, গুমানমর্দ্দনে মুজিবুর রহমান, মেখলে মো. সালাউদ্দিন চৌধুরী, গড়দুয়ারায় মো. সরোয়ার মোরশেদ তালুকদার, উত্তর মাদার্শায় শাহিদুল আলম, ফতেপুরে মো. জয়নুল আবেদিন, চিকনদন্ডীতে হাসানুজ্জামান বাচ্চু, দক্ষিণ মাদার্শায় মো. সরোয়ার চৌধুরী। ছিপাতলীতে বিএনপি সমর্থিত নূরুল আহসান লাভু বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিজয়ীরা হলেন ধলইয়ে মো. আবুল মনসুর, নাঙ্গলমোড়ায় হারুনুর রশিদ, ১৪ নং ইউপিতে এম এ খালেদ ও বুড়িশ্চরে জাহেদ হোসাইন।

ধলইয়ে আবুল মনসুর (আনারস) ৯ হাজার ২০০, শাহ নেওয়াজ (নৌকা) ৬ হাজার ৭৬৭। মির্জাপুরে আকতার হোসেন খান সুমন (নৌকা) ৫ হাজার ৬৫৯, এনমান তালুকদার (আনারস) ৫ হাজার ৩৫৩। গড়দুয়ারায় মো. সরওয়ার মোরশেদ তালুকদার (নৌকা) ৩ হাজার ৮৮১, আবদুল মাবুদ তালুকদার (আনারস) ১ হাজার ৩৪৬। উত্তর মাদার্শায় শাহেদুল আলম শাহেদ (নৌকা) ৬ হাজার ৬৯০, হাজী মহসিন (আনারস) ১ হাজার ৯৯২। ফতেপুরে মো. জায়নুল আবেদীন (নৌকা) ১৩ হাজার ৮২৭, জাকের হোসেন (আনারস) ২ হাজার ৬০৯। চিকনদন্ডীতে হাসানুজ্জামান বাচ্চু (নৌকা) ৬ হাজার ৮৫৬, জহুরুল আলম (চশমা) ৫ হাজার ৪৭।

দক্ষিণ মাদার্শায় মো. সরওয়ার চৌধুরী (নৌকা) ৫ হাজার ৬৪৯, আকতার হোসেন (চশমা) ৩ হাজার ১৭৭। মেখলে মো. সালাউদ্দীন চৌধুরী ও গুমানমর্দনে মো. মুজিবুর রহমান নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নাঙ্গলমোড়ায় মো. হারুনুর রশীদ (আনারস) ১ হাজার ৯৮৫, সিরাজুল হক বাবুল (ঘোড়া) ১ হাজার ৯৯ জন। ছিপাতলীতে নুরুল আহসান লাভু (আনারস) ৩ হাজার ১৭৫, জয়নাল আবেদীন জসিম (নৌকা) ১ হাজার ২২। শিকারপুরে এম এ খালেক (আনারস) ৪ হাজার ৭৩১, আবু বক্কর সিদ্দিক (নৌকা) ৩ হাজার ৬০৬। বুড়িশ্চরে মো. জাহেদ হোসাইন জাহেদ (আনারস) ৩ হাজার ৯৮৩ ও মো, রফিক (চশমা) ৩ হাজার ৬৩৯ ভোট পেয়েছেন।

এছাড়া রাঙ্গুনিয়ায় ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ ও দুটিতে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হয়। এতে ইসলামপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিরাজুল উদ্দিন চৌধুরী ৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুদ্দৌলা দুলাল (আনারস) পেয়েছেন ৭৪ ভোট। দক্ষিণ রাজানগরে আওয়ামী লীগ প্রার্থী আহমদ ছৈয়দ তালুকদার (নৌকা) ৭ হাজার ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এনামুল হক মিয়া (আনারস) পেয়েছেন ৩ হাজার ৬৬ ভোট। হোসনাবাদে আওয়ামী লীগের প্রার্থী দানু মিয়া (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৫৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মির্জা জসিম উদ্দিন (আনারস) পেয়েছেন ৬০৫ ভোট। লালানগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার (আনারস) ৪ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন পেয়েছেন ২ হাজার ৯১৭ ভোট। বেতাগী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিউল আলম (আনারস) ৬ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নূর কুতুবুল আলম পেয়েছেন ৩ হাজার ৬১৬ ভোট।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর