ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ১
ডেস্ক নিউজ: নগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ নভেম্বর) দুপুরে কোতোয়ালী থানার ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের নার্সারির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুরুল আবছার (৪৭)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর গ্রামের মো. নুরুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর সকালের দিকে মো. সাইফুর রহমান নামের বেসরকারি প্রতিষ্ঠানের এক চাকরিজীবী সিএনজিচালিত অটোরিকশায় অফিসে যাচ্ছিলেন। এ সময় সকাল সাড়ে নয়টার দিকে জমিয়াতুল ফালাম জামে মসজিদের নার্সারির সামনে এলে নুরুল আবছার মোটরসাইকেল নিয়ে সিএনজির সামনে দাঁড়ান। সিএনজিচালক সিএনজি দাঁড় করালে নুরুল আবছার একটি অস্পষ্ট আইডি কার্ড প্রদর্শন করে নিজেকে ডিবি পুলিশ বলে পরিচয় দেন। এ সময় সিএনজিতে থাকা যাত্রী সাইফুলকে নিচে নামতে বলেন। সাইফুল নিচে নামলে সিএনজিচালক চলে যান।
এ সময় নুরুল আবছার নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাইফুলকে
মারধরের ভয়ভীতি দেখান। পরে সাইফুলের মানিব্যাগে থাকা নগদ ৮ হাজার টাকা ও একটি স্যামসাং গ্যালাক্সি নোট ফাইভ মোবাইল ছিনিয়ে নেন। পরে নুরুল আবছার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় সাইফুল রহমান কোতোয়ালী থানায় একটি মামলা করেন।
নচ/চখ