chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘মাসুদ রানা’তে মিম

ডেস্ক নিউজ:ঢালিউডে বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের বেস্ট সেলার ‘মাসুদ রানা’ সিরিজের চরিত্র এটি। পেশায় গোয়েন্দা। দারুণ সব অভিযানে তাকে দেখা যায় জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তিনি কাজ করে যান। এ সিনেমাটিতে অভিনয় করবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

 

আজ (২৮ নভেম্বর) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মিম।

মিম জানান, ‘গেল সপ্তাহেই ‘এমআর নাইন’ সিনেমাটিতে যুক্ত হয়েছি। এতে গোয়েন্দা এজেন্ট চরিত্রে আমাকে দেখা যাবে। গেল শনিবার প্রযোজক আব্দুল আজিজ ভাইসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। তখনই চুক্তিবদ্ধ হয়েছি।’

মিম বলেন, ‘আগামী সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে। এর মধ্যে ফাইটিংসহ আরও বেশ কিছু বিষয়ের জন্য সামনে ট্রেনিং নিব। এরপর কাজ শুরু করবো।’

সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে। ছবিটি নির্মাণ করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমাটিতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবি এম সুমনকে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর