chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নগরের বাকলিয়া থানায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) দুপরে শাহ আমানত সড়কের আল মদিনা্ কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আলমগীর কবিরের (৪০) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায়। সে মৃত বেলায়েত আলীর ছেলে।

বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক বিক্রির খবর পেয়ে শাহ আমানত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর