chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে দুই প্রভাষক ও এক কর্মচারী অপসারণের দাবিতে স্মারক লিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : রাউজান সরকারি কলেজের দুই প্রভাষক ও এক কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে সরকার বিরোধী কার্যকলাপ, অনিয়ম, জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, এবং মৌলবাদী পন্থী আবুল আলা মওদুদীর বই পুস্তক রাখার অভিযোগে ফের আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৮ নভেম্বর) দুপুরে দুই শিক্ষকসহ তিনজনের অপসারণের দাবিতে রাউজান সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় উপজেলার রাঙ্গামাটি সড়ক ও উপজেলা পরিষদ সড়ক।

পরে তারা দুই শিক্ষক ও এক কম্পিউটার অপারেটরকে অপসারণ দাবিতে স্মারক লিপি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ নিকট।

এছাড়া স্মারক অনুলিপি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জামান ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুনকে। এসময় উপস্থিত বিক্ষোভকারীরা আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের চুড়ান্ত ভাবে অপসারণ দাবি করেন প্রশাসনের নিকট।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর