হাটহাজারীতে পিটিয়ে চালক নিহতের ঘটনায় স্ত্রীর মামলা
নিজস্ব প্রতিবেদক : নগরীর নিউ মার্কেট-হাটহাজারী রোডের দ্রুত স্পেশাল সার্ভিসের চালককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী।
শনিবার (১১ নভেম্বর) রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে নগরীর বায়েজিদ থানায় মামলাটি করেন জোছনা বেগম।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের নামে রাতে মামলা করেছেন। আমরা গাড়িটি শনাক্ত করে আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।
তিনি আরও বলেন, শুরুতে নিহত চালক আব্দুর রহিমের মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফনের চেষ্টা করে পরিবার। পরে পরিবারকে বুঝিয়ে গ্রামের বাড়ি রাউজান থেকে মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এনে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।
নগরীর বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকায় শুক্রবার সন্ধ্যায় সাইড না দেয়াকে কেন্দ্র করে প্রচণ্ড মারধরের শিকার হন ৩ নম্বর সিটি সার্ভিসের চালক আব্দুর রহিম। পরে ওইদিন রাত ১১টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পরদিন সকালে হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ শ্রমিকরা।
সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলেও চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে নগর পুলিশের দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাসে গাড়ি চলাচল শুরু করে।
এসএএস/এমআই