বিশ্বে করোনায় আরও ৫ সহস্রাধিক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৩৭৬ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। এসময় চার লাখ ৮১ হাজার ৩০ জন মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন তিন লাখ ৭০ হাজার ৯৮৬ জন।
রোববার (২৮ নভেম্বর) সকাল সোয়া ৮টায় ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ১২ হাজার ৩৪১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৬ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৫০৭ জন। সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৭৫৯ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৬৯৫ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৯৯ হাজার ৩১২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৮৮ লাখ ৬১ হাজার ৭১৪ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২৬ জন।
ভারতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৫ লাখ ৭১ হাজার ৩৬৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬৭ হাজার ৯৭৯ জনের। করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৭৯৭ জন।
করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার ২৩৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮৬৩ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ১২ লাখ ৮৮ হাজার ২৮১ জন।
তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।
তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৭৫ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন।
এমআই/চখ