যুক্তরাজ্যে ২ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত
ডেস্ক নিউজ: যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-এ আক্রান্ত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এই ঘোষণা দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এসেক্সের চেল্মসফোর্ড ও নটিংহ্যামে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুজনকে শনাক্ত করেছে।
তিনি আরও জানান, গত রাতের শেষ দিকে আমার সঙ্গে ‘ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি’ যোগাযোগ করে। আমাকে জানানো হয় যে, দেশে অন্তত দুজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চেমসফোর্ডে এবং অন্যজন নটিংহামে। আমরা তাৎক্ষণিকভাবে ওই দুজনকে আইসোলেশনে পাঠিয়েছি এবং কন্ট্রাক্ট ট্রেসিং অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং এবং ইসরায়েলেও পাওয়া গেছে।
নচ/চখ