করোনা: মারা গেছে দুইজন, শনাক্ত ১৫৫
চট্টলা ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার (২৭ নভেম্বর) পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন। এদিন সুস্থ হয়েছেন আরো ১৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৬২টি। শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ।
উল্লেখ্য, গতকাল (শুক্রবার) করোনাভাইরাসে মারা গেছে ৩ জন। শনাক্ত হয়েছে ২৩৯ জনের।
এমকে/চখ