চট্টগ্রামে ফের ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক: একদিনের ব্যবধানে চট্টগ্রামে ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৭ নভেম্বর) দুপুর ৩ টা ৪০ মিনিট ১৬ সেকেন্ডের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।
পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি চট্টলার খবরকে বলেন, মিয়ানমার ও ভারত থেকে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। যা ঢাকা থেকে ৩১৮ কিলোমিটার উত্তর পূর্ব দিকে উৎপত্ত ছিল। অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত কোনা ক্ষয়ক্ষতির তথ্য পাওয় যাইনি।
আরকে/নচ