সিটি করপোরেশনের গাড়ির রেজিস্ট্রেশন না নেওয়ায় মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটির করপোরেশনের রেজিস্ট্রিশনবিহীন ময়লা বহনকারীর গাড়ির ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর প্রেক্ষিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, সিটি করপোরেশন গাড়ির রেজিস্ট্রেশন নেয় না, এটা কেমন কথা? তিনি প্রশ্ন রাখেন সিটি করপোরেশন কী রাষ্ট্রের বাইরের, সংবিধানের ঊর্ধ্বে।
শনিবার (২৭ নভেম্বর) সকালে নগরের বহদ্দারহাট বারইপাড়া হতে কর্ণফলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নাগরিকদের সম্পৃক্ত করে সিটি করপোরেশনকে কাজ করতে হবে। সরকারের কাছে কোনো ম্যাজিক নেই। সরকারের কাছে কোনো যন্ত্র নাই টাকা তৈরি করার। দেশের উন্নয়নে জনগণ কাজ করে, টাকাও তারা দেন। সরকার রাজস্ব হিসেবে গ্রহণ করে। কারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারা জনগণের কাছে দায়বদ্ধ। সত্যিকার অর্থে উন্নয়ন নিয়ে কাজ করতে হবে।
এদিকে চসিকের উদ্যোগে দুইদিন ব্যাপী সিটি করপোরেশন প্রশাসন অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণে উদ্বোধন করেন মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন ও চসিক মেয়র মো. রেজাউল করিমে চৌধুরী উপস্থিত ছিলেন।
আরকে/নচ