বসত ঘরে মিলল চার কোটি টাকার ইয়াবা, আটক ১
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় একটি বসত ঘর থেকে ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা।
শুক্রবার (২৬ নভেম্বর) রায়পুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে (৪৫)
আটক করা হয়। তিনি মৃত ছালেহ আহম্মদের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল (গণমাধ্যম) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক ক্রয়-বিক্রয়ের তথ্য পেয়ে রায়পুর এলাকায় র্যাবের একটি টিম অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে আব্দুল মালেককে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বসত ঘরের খাটের নিচ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মালেক দীর্ঘদিন ধরে মিয়ানমার হতে সাগর পথ ব্যবহার করে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
অপরদিকে নগরের আকবার শাহ থানার অধীন সিডিএ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলিসহ মো. ইলিয়াছ খান (৩৩) নামে অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। তিনি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসেছে বলে জানায় র্যাব।
আরকে/এমআই