ডবলমুরিংয়ে ভবন থেকে পড়ে রাজমিস্ত্রি আহত
নিজস্ব প্রতিবেদক : নগরীর ডবলমুরিং থানা এলাকায় চারতলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় পড়ে গেছেন এক রাজমিস্ত্রি। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে মনসুরাবাদ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহত রাজমিস্ত্রির নাম আশেকুর (২২)। তিনি ইপিজেড থানার ফ্রি-পোর্ট এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানা পরিদর্শক (তদন্ত) সাকিবুর রহমান । তিনি বলেন, মনসুরাবাদ পাসপোর্ট অফিসের সামনে জাহাঙ্গীর সাহেবের বিল্ডিংয়ে কাজ করার সময় দুইতলা থেকে পড়ে যান আশেকুর। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তিনি শঙ্কা মুক্ত রয়েছেন।
এসএএস/এমআই