chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভূমিকম্প আতঙ্কে চবির হলের দোতলা থেকে শিক্ষার্থীর লাফ

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পের ভয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) একটি আবাসিক হলের দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন এক শিক্ষার্থী।

শুক্রবার(২৬ অক্টোবর) ভোরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম হোসাইন আহমেদ। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী হোসাইন আহমেদ বলেন, ‘আমার জানা ছিল, আমাদের হলগুলোর মধ্যে আলাওল সবচেয়ে পুরোনো। এই হলের স্থায়িত্ব নিয়ে অনেকে সন্দিহান। এ বিষয়টা আমার মাথায় কাজ করছিল তখন। দুই তলা থেকে সহজের নামার পথ নেই বিধায় আমি লাফ দিই এবং কোমরে প্রচণ্ড ব্যথা পাই।’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মেডিক্যালের চিকিৎসক প্রাথমিক ভাবে পেইন কিলার খেতে বলেছে। এরপর একটি এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সুত্রে জানা যায়, ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। মাঝারি মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকার আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৩৪৭ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ভারত-মিয়ানমার সীমান্তে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর