পটিয়ায় কিশোরের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে এক কিশোর। আজ শুক্রবার সকালে উপজেলার পূর্ব হাইদগাঁও ভাঙাপুল এলাকা এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোহাম্মদ হাসান (১৫)। সে কুমিল্লার চান্দিনা থানাধীন আবদুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, নিহত কিশোরের সঙ্গে মা ও বাবার প্রায় সময় ঝগড়া লেগে থাকতো। এতে অতিষ্ঠ হয়ে হাসান শুক্রবার সকালে ঘরের একটি খুঁটির সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পারিবারিক কলহের কারণে ওই কিশোর আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায়
একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমআই/চখ