chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে নাজিরহাটগামী হানিফ পরিবহনের বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে সিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, হাটহাজারী পৌরসভার এগার মাইল এলাকার সাবের আহমেদের ছেলে অটোরিকশা চালক মো. সেলিম (৪৫) ও হামজারবাগ এলাকার মৃত জহির আহম্মদের ছেলে মো. জাবেদ (৩৮)। নিহত জাবেদ পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির একটি করাতকলের শ্রমিক বলে জানা গেছে।

ওই সময় অটোরিকশার আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, নজরুল ইসলাম মানিক (৩১) ও সুভাষ চন্দ্র দে (৫০)।

গুরুতর আহত সুভাষ চন্দ্র দে’কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নূর আলী মিয়ার হাট এলাকায় ওই মহাসড়কে স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করতে সক্ষম হয় বলে জানায় হাইওয়ে পুলিশ।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, কাটিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর