সাগরিকায় স্টেডিয়ামের পাশে রাসায়নিক কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক: সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন।
তিনি জানান, সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। এরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
‘নগরীর সাগরিকায় একটি ক্যামিকেল গোডাউনে আগুন লেগেছে বলে আমরা সংবাদ পেয়েছি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।’
রাসায়নিক কারখানাটিতে বিপুল দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
এমআই/চখ