chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় দুই শীর্ষ সন্ত্রাসী আলমগীর সিকদার (৪০) ও তার ভাই সন্ত্রাসী জাহাঙ্গীর সিকদারকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আবিদপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, ‘সম্প্রতি এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এলাকা ছাড়া ছিল গ্রেপ্তারকৃতরা। ইউপি নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে বৃহস্পতিবার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আবিদপাড়া এলাকায় এসে অস্ত্রসহ টহল দিচ্ছিল তারা।

এসময় স্থানীয়দের তারা নানা ভয়ভীতি দেখাচ্ছিল। পরে এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে রাখে। স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষ হয়

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের সাথে তাদের বেশ ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী আলমগীর সিকদারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি মাদকসহ ডজেনখানেক মামলা রয়েছে। গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধেও ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরসহ একাধিক মামলা রয়েছে।

এমআই/চখ