chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কসোভো মুসলিম দেশ হলেও ধর্মনিরেপক্ষ

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় চসিক মেয়র বলেন, কসোভো ইউরোপের একটি ক্ষুদ্র মুসলিম দেশ হলেও বাংলাদেশের মতো ধর্মনিরেপক্ষ। আমাদের মতো মুক্তিযুদ্ধ করে দেশটি ২০০৮ সালে স্বাধীনতা লাভ করেছে। কূটনৈতিক সম্পর্কের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে ফলপ্রসূ হবে বলে মনে করেনি তিনি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চসিকের অস্থায়ী টাইগারপাস কার্যালয়ে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।

মেয়র বলেন, চট্টগ্রাম পৃথিবীর অন্যতম প্রধান প্রাকৃতিক সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ, বে-টার্মিনাল, গভীর সমুদ্র বন্দর নির্মাণ, কর্ণফুলী তলদেশ দিয়ে ট্যানেল নির্মাণ বাস্তবায়নের হচ্ছে। বিশ্বের সকল প্রান্তে চট্টগ্রাম অপার সম্ভাবনাময় উর্বর অর্থনৈতিক শক্তি হিসেবে সমাদৃত।

কসোভার রাষ্ট্রদূত গুনার ইউরিয়া বলেন, ২০১৭ সালে কসোভাকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে বাংলাদেশ কৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও কসোভোতে বিভিন্ন সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে সারাবিশ্বের ন্যায় কসোভা ব্যবসায়ীকভাবে উপকৃত হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী প্রমুখ।

আরকে/ নচ

এই বিভাগের আরও খবর