chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরে ভ্যাকসিন পেল বেদে সম্প্রদায়

নিজস্ব প্রতিবেদক:ট্রান্সজেন্ডার, বস্তিবাসিদের পর নগরে প্রথমবারের মতো এবার করোনা ভ্যাকসিন পেল বেদে সম্প্রদায়। 

বৃহস্পতিবার(২৫ নভেম্বর) দুপুরে নগরীর মনসুরাবাদ এলাকায় বেদে পল্লীতে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। প্রাথমিকভাবে ২০০ বেদে সম্প্রদায়কে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী উপস্থিত থেকে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, হিজড়া ও বেদে সম্প্রদায়সহ পিছিয়ে থাকা অন্যান্য জনগোষ্ঠীদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও তারা আমাদের সমাজেরই মানুষ। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাদের বাদ দিয়ে আমরা সুরক্ষিত থাকতে পারিনা। পিছিয়ে পড়া সমাজের অন্যান্য জনগোষ্ঠীকেও ভ্যাকসিনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটিই প্রথম পদক্ষেপ। বেদে ও হিজড়াসহ অন্যান্য জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আয়তায় আনতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। নিবন্ধনের ঝামেলা ছাড়াই ভ্যাকসিন নিতে পেরে বেদে জনগোষ্ঠী মহাখুশী।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর